বোর্ডের সমালোচনা করে সৌরভকে পাশে পেলেন কোহলি
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে এই সফরের আগে প্রস্তুতি নেওয়ার খুব একটা সুযোগ নেই তাদের। তাই এর জন্য বোর্ডকে দুষলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এই বিষয়ে কোহলিকে সমর্থন জানিয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আগামী ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে ভারতীয় দল। প্রোটিয়াদের মাটিতে লম্বা একটি সিরিজ খেলবে কোহলিরা। সফরে তিন টেস্ট, ছটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সৌরভ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের প্রস্তুতির প্রয়োজন ছিল। এই বিষয়ে কোহলি যা বলেছেন, তা একদম ঠিক। একটা সিরিজ শেষে মাঝখানে কোন প্রস্তুতি নেই, অথচ আরেকটি সিরিজ খেলতে উড়াল দেবে দল, তা হয় না।’
আর শচীনে রেকর্ড ভাঙতে পারবে কিনা কোহলি, এমন এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে শচীনের ৪৯টি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছানো সম্ভব কোহলির পক্ষে। এখনই তাঁর ৩২টি সেঞ্চুরি হয়ে গেছে। অবশ্য টেস্টে শচীনের ৫১টি সেঞ্চুরি টপকানো কঠিন হতে পারে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত রান করা খুবই কঠিন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন