ব্যক্তিগত ২ চিকিৎসক দেখা করেছেন খালেদার সঙ্গে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার দুই জন ব্যক্তিগত চিকিৎসক দেখা করেছেন। চিকিৎসক দু’জন হলেন- নিউরো মেডিসিনের ওয়াহিদুজ্জামান ও মেডিসিনের এফ এম সিদ্দীকী।
শনিবার (৭ এপ্রিল) খালেদা জিয়াকে বিএসএমএমইউ)-তে নেওয়া হলে দুপুরের দিকে দুই ব্যক্তিগত ডাক্তার তার সঙ্গে দেখা করেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর ডাক্তারদের সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে উপস্থিত হয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী ও দুই মেয়ে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার সময় তাকে এই হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান। তাকে (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন