ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চাঁদা না দেওয়ায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় আন্দোলনকারীরা, “আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ” “আমার ভাই কবরে খুনি কেন বাহিরে,” “চাঁদাবাজের কালো হাত ভেঙ্গে, দাও গুঁড়িয়ে দাও” “বিএনপি, যুবদল তুই খুনি, তুই খুনি” স্লোগান দেয়

প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা বলে” ইবির ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলা আন্দোলন মেন গেটে এসে শেষ হয় এবং আজকে অধিকাংশ শিক্ষার্থী চাচ্ছিল তাদের আন্দোলনটা মেইন গেটে শেষ হবে তাই আমরা মেইন গেইটে এসে আন্দোলন শেষ করি।”

এসময় ইয়াসিরুল কবির সৌরভ বলেন, আমরা তাদের মুখে বারবার শুনি নির্বাচন না দিলে নাকি দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে না। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে নির্বাচন না হওয়ার কারণে ওই সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে, এই খুনের রাজনীতি তারাই কায়েম করতে চায় আর তারাই বলতেছে নির্বাচন চাই।

আমরা দেখতে পাই গত ১৭ টি বছর একটি সরকার স্বৈরাচার কিভাবে কায়েম করেছিল, কিভাবে একটা সরকার মিডিয়াকে কন্ট্রোল করেছিলে, আমারা আজকে দেখতে পেরেছি যে আজ ১১ জুলাই কিভাবে একটা ব্যবসায়ী ভাইকে চাঁদা এরজন্য কিভাবে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ

উল্লেখ্য, রাজাধানীতে চাঁদা না দেওয়ার মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।

সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।