ব্যর্থ থেরেসা, যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট
যুক্তরাজ্যের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে চলেছে ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি। এ পরিস্থিতিতে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। খবর বিবিসি, রয়টার্স ও দ্য গার্ডিয়ানের। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়। দেশটিতে কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
তবে এখন পর্যন্ত ৬৫০ আসনের মধ্যে ৬৪৩টির ফলাফল পাওয়া গেছে। এতে তেরেসা মের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩১৩টি আসনে বিজয়ী হয়েছে। জেরোমি করবিনের লেবার পার্টি পেয়েছে ২৬০টি আসন।
এ ছাড়া এসএনপি ৩৫টি, লিব ডেম ১২টি ও অন্যান্য দল পেয়েছে ২৩টি আসন।
অবশ্য বুথ ফেরত জরিপেও কনজারভেটিভ পার্টির এগিয়ে থাকার পূর্বাভাস দেয় বিবিসি। সেখানে থেরেসা মের কনজারভেটিভ পার্টি ৩১৮টি এবং জেরোমি করবিনের লেবার পার্টি ২৬৭টি আসন পাবে বলে জানানো হয়।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাত্র দুই বছরের ব্যবধানে এটি যুক্তরাজ্যে তৃতীয় জাতীয় নির্বাচন। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে সরকার গঠন করে।
তবে ২০১৬ সালের ব্রেক্সিট ইস্যুতে গণভোটে হেরে ক্যামেরন পদত্যাগ করেন। পরে থেরেসা মে প্রধানমন্ত্রী হন। এরপর তিনি হঠাৎ করেই এই মধ্যবর্তী নির্বাচন দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন