ব্যস্ত রাস্তায় অজগরের কাণ্ড (ভিডিও)
লন্ডনের ব্যস্ত রাস্তায় রীতিমতো অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে এমনটা অনেকের কল্পনায় আসে না। তবে এটাই সত্য ঘটনা।
পথচারীরা একটি অজগরকে কবুতর খেয়ে নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন অনেকেই।
লন্ডনের লেইটোনস্টোনের হাই রোডে ঘটনাটি ঘটেছে। সেখানেই দেখা গেছে অজগর সাপটি কবুতরকে খাচ্ছে।
অজগরটির কারো পোষা নাকি বন্য তা জানা যায়নি। তবে অজগরের সন্ধান পাওয়ার পর প্রাণী পরিচর্যা সংস্থা আরএসপিসিএর পরিদর্শক রেবেকা বেডসন তাকে নিয়ে একটি নিরাপদ স্থানে রেখেছেন।
রেবেকা বলেন, এটি সম্ভবত কারো পালিয়ে যাওয়া পোষা অজগর। অথবা কেউ একে ছেড়ে দিয়েছে এমনও হতে পারে।
তবে ব্যস্ত রাস্তায় এ ধরনের অজগর থাকা খুবই বিপজ্জনক বলে স্বীকার করেন রেবেকা।
ভিডিওটি ধারণ করেছেন র্যাচেল গারল্যান্ড। তিনি বলেন, ব্যস্ত রাস্তায় এমন দৃশ্য দেখা যায় না। তবে ভিডিও করার সময় এটি খুবই ধীরে নড়াচড়া করছিল।
ভিডিওটি দেখুন নিচে-
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন