ব্যানার ফেস্টুন দেখে মনোনয়ন দেয়া হবে না : কাদের
বিএনপি বাংলাদেশে নালিশ পার্টিতে ও খুনি দলে পরিণত হয়েছে। এই দলের প্রতি দেশের মানুষের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন।
সাভার পৌর আওয়ামী লীগ এই গণসংযোগের আয়োজন করেন।
ওবায়দুল কাদের বলেন, বিল বোর্ড, ব্যানার ফেস্টুন দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। নেতাদের যোগ্যতা দেখে মনোনয়ন দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সাথে ঐক্যফ্রন্ট করেছে। এই ঐক্যফ্রন্টের কোনো ভিত্তি নেই। দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মাইনাস করতে বিএনপি কামাল হোসেনের সাথে ঐক্য করেছে।
বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জাড়িত জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগে কোনো বিভেদ নেই। সবাই এক সাথে নির্বাচন উপলক্ষে কাজ করবে। আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোনো অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী।
গণসংযোগ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ধামরাই সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
পরে নেতৃবৃন্দ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় স্কুল মাঠে আরেকটি জনসভায় যোগ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন