ব্রাজিলের ব্যর্থতায় নেইমারের দায় দেখছেন রোনালদো

নেইমারের কাছ থেকে ব্রাজিলের প্রত্যাশাটা আরও বেশি’

চার বিশ্বকাপ খেলে দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন, তাই ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করার অধিকার সাবেক ফরোয়ার্ড রোনালদোরই বেশি। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মতে ব্রাজিলের এবার সবকিছু ঠিকঠাক ছিল, শুধু নেইমার নিজের দায়িত্বটাই ঠিকমতো বুঝে নিতে পারেননি।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের ওপর প্রত্যাশাটা ছিল সবচেয়ে বেশি। আশায় গুড়েবালি, প্রত্যাশা তো পূরণ হয়ইনি বরং শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে। বেলজিয়ামের বিপক্ষে হেরে ব্রাজিলের এমন বিদায়ের জন্য নেইমারকেই দুষছেন রোনালদো। রোনালদোর মতে, যে প্রত্যাশা নিয়ে নেইমারকে রাশিয়ায় পাঠানো হয়েছিল, তা কোনোভাবেই পূরণ করতে সক্ষম হননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, ‘নেইমার থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। কারণ, ও দলের সবচেয়ে বড় তারকা।’

পুরো টুর্নামেন্টে দুটি গোল করেছেন নেইমার, সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। বোঝাই যাচ্ছে, কিছুটা আশা দেখালেও রাশিয়া বিশ্বকাপ তাঁকে ঠিক হাসিমুখে বরণ করেনি। বিশ্বকাপের একদম শুরুতে চোট থেকে ফিরেছিলেন নেইমার, টুর্নামেন্টের মধ্যেও তাঁর চোট নিয়ে শঙ্কা জন্মেছিল। তবে চোটের কারণে তাঁর এমন পারফরম্যান্স বলে মনে করেন না রোনালদো, ‘আমি জানি না চোটের কারণে নেইমারের এমন মলিন পারফরম্যান্স কি না। ও এখনো অনেক তরুণ, খুব প্রতিভাবানও। ওর কাঁধে তাই অনেক দায়িত্ব। কিন্তু ও সেই দায়িত্ব অনুযায়ী কাজ করতে পারেনি, নেইমারকে আরও অনেক কিছু শিখতে হবে।’

এবার বিশ্বকাপে নিষ্প্রভ থাকার চেয়েও বেশি আলোচনা নেইমারের বারবার মাঠে পড়ে যাওয়া নিয়ে। রোনালদো নিজেও তাঁর সময়ে প্রতিপক্ষের অনেক রুক্ষ ট্যাকলের শিকার হয়েছেন। তাই নেইমারের এমন আচরণের ব্যাখ্যা আছে তাঁর কাছে, ‘আমি নেইমারকে পাঁচ বছর আগে জিজ্ঞেস করেছিলাম, ও তখন বলেছিল “আমি এমন করি যেন প্রতিপক্ষ আমাকে এত কড়াভাবে ট্যাকল না করে।”’