ব্রাজিলের সাফল্য কামনায় মসজিদে গেলেন কোচ চিচি
ব্রাজিল দলের কোচের জন্য এটা একটা অলিখিত নিয়মই। কোথাও গেলে সেখানে তিনি খুঁজবেন নামকরা ধর্মীয় স্থাপনা। সেই স্থাপনায় গিয়ে প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন দলের জন্য, দলের সাফল্যের জন্য। এবারও তার ব্যতিক্রম হলো না। দলের সাফল্য কামনায় এবার মসজিদেও গেলেন নেইমার-রিচার্লিসনদের কোচ চিচি!
ব্রাজিলের কোচের ২৩ নভেম্বর বুধবার মসজিদে যাওয়ার খবরটি দিয়েছে গ্লোবো স্পোর্ত। সঙ্গে একটা ছবিও দিয়েছে তারা। সেখানে আরবের ঐতিহ্যবাহী সাদা আলখাল্লা পরিহিত কাতারি এক কর্মকর্তার সঙ্গে দেখা যাচ্ছে চিচিকে। তাদের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও অন্যান্য কজন কমকর্তাকেও দেখা যাচ্ছে। মসজিদের ভেতর বেশি সময় অবশ্য থাকেননি চিচি, ছিলেন মাত্র ১০ মিনিট। তবে মসজিদে পা রাখার উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি কোচ।
রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ টুর্নামেন্ট জিতেছিল ২০০২ বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ বসেছিল এশিয়ায়–জাপান ও দক্ষিণ কোরিয়ায়। ২০ বছর বিরতি দিয়ে আবার বিশ্বকাপ ফিরেছে এশিয়ায়। এবারও হেক্সার আশায় বুক বেঁধেছে ব্রাজিল। তাদের সে হেক্সা মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
তার আগে দলের সাফল্য কামনায় চিচির মসজিদে যাওয়াটা স্বাগতিক কাতার ও আরব বিশ্বের ব্রাজিল সমর্থকদের কাছে তাৎপর্যপূর্ণ।
কোন মসজিদে গিয়েছিলেন চিচি? গ্লোবো স্পোর্তের প্রতিবেদনে নাম উল্লেখ নেই। তবে মসজিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, দোহায় ব্রাজিল দলের ট্রেনিং সেন্টারের কাছাকাছি অবস্থান মসজিদটির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন