ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪
ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এবিসি নিউজের।
স্থানীয় পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করে এবিসি নিউজকে বলেন, বন্দুকধারী ব্যক্তিটি জোর করে নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
যে স্টেডিয়ামের পাশে এ হামলা হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন