ব্রাজিলে প্রেসিডেন্টের বাসভবনের গেটে গাড়ির ধাক্কা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/brazil-120170629113646.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে প্রেসিডেন্টের বাসভবনের গেটে একটি গাড়ি ধাক্কা মেরেছে। প্রেসিডেন্ট মিশেল তেমেরের পদত্যাগের দাবিতে দেশে অস্থির পরিস্থিতির মধ্যেই এমন ঘটনা ঘটল। খবর বিবিসির।
তবে ওই ঘটনার সময় প্রেসিডেন্ট তার বাসভবনে ছিলেন না। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তারক্ষীরা চালককে সতর্ক করে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছিল। কিন্তু কম বয়সী ওই চালক গাড়ি না থামিয়ে প্রেসিডেন্টের বাসভবনের গেটে সজোরে ধাক্কা মারে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে প্রেসিডেন্টের বাসভবনের গেটটি মাটিতে এবং বাসভবনের বাইরের মেঝেতে শটগানের গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
এর আগে কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট তেমেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাঠিয়েছেন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি। অভিযোগ প্রমাণ হলে তেমেরকে পদত্যাগ করতে হতে পারে এবং বিচারের মুখোমুখি হতে হবে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তেমের।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন