ব্রাজিল মাতাচ্ছে ‘বিশ্বকাপ গাড়ি’
ঈদুল ফিতরের আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা পাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের এই সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে ফুটবলপ্রেমী মানুষ বিভিন্নভাবে স্বাগত জানাচ্ছেন রাশিয়া বিশ্বকাপকে।
এ রকমই ব্রাজিলের সাও পাওলোর এক ফুটবলপ্রেমিক, নিজের ভি ডব্লিউ বিটল গাড়ি সাজালেন ফুটবলারদের স্টিকার দিয়ে।
ফুটবল বিশ্বের সেরা তারকাদের ছবি দিয়ে গাড়িটির সামনে থেকে পেছন পর্যন্ত ঢেকে ফেলা হয়েছে। সাও পাওলোর রাস্তায় ঘুরে বেড়ানো এই গাড়িটি ব্রাজিল ঘুরতে আসা পর্যটকদেরও নজরও কাড়ছে।
বিশ্বকাপ উপলক্ষে নিজের গাড়িতে স্টিকার দিয়ে সাজান গাড়ির মালিক। তিনি জানান, এই স্টিকারের প্রতি আগ্রহ দেখিয়েছেন অনেকে৷ দর উঠেছে স্টিকারসহ গাড়িটির৷ তবে আপাতত গাড়ি বিক্রি করতে চান না এই ব্রাজিলীয় ফুটবল ফ্যান।
আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয়ে হবে ব্রাজিলের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন