ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে লাইনচ্যুত সব ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে পাশের রাস্তা ও খালে। দুর্ঘটনায় রেললাইনেরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনটির পরিচালক আরমান হোসেন মজুমদার জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পরই বিকট শব্দ পাওয়া যায়। এর পরই ট্যাংকার লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও আখাউড়ার দমকল বাহিনী খবর পেয়ে উদ্ধারকাজে আসে। এ ছাড়া ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শোয়েব আহমেদ জানিয়েছেন, এ দুর্ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন