ব্লেড দিয়ে স্ত্রীর শরীর চিরে মরিচের গুঁড়া দিলেন স্বামী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে ব্লেড দিয়ে চিরে গুরুতর আহত করেছেন এক পাষণ্ড স্বামী।
ঘটনাটি ঘটেছে রোববার সকালে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে। পুলিশ পাষণ্ড স্বামী জুয়েল দেওয়ানকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে উপজেলা সদরের শ্রীহরিপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুপা আক্তারের (২০) সঙ্গে একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাসেম দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ানের বিয়ে হয়। তাদের ঘরে সাত মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
ইতোমধ্যে জুয়েল একই গ্রামের অপর এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। জুয়েলের স্ত্রী ঘটনাটি জানতে পেরে তাকে বাধা দেয়। এতে স্বামী জুয়েল স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
রোববার সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী জুয়েল রুপার পিঠ ও অন্যান্য স্থানে ব্লেড দিয়ে চিরে ক্ষত-বিক্ষত করে এবং ক্ষত স্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দেন। এ খবর পেয়ে রুপার মা জাকিরন ও দাদি আছিয়া বেগম জুয়েলদের বাড়িতে গেলে জুয়েল তাদের আটকে রাখে।
এ ব্যাপারে রুপার বাবা মির্জাপুর থানায় জুয়েলসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ ও তার মা-দাদিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুপার স্বামী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
রুপার বাবা রফিকুল ইসলাম বলেন, জুয়েল, তার বাবা হাসেম, মা রোজিনা বেগম, জা শিল্পী বেগমকে আসামি করে থানায় মামলা করেছি।
মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















