বড় বিপদ থেকে বাঁচলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই বিমানবন্দরে সাকিব হাসান বলেছিলেন, যত দ্রুত সম্ভব হাতে অপারেশন করাতে হবে। তবে দেশের প্রয়োজনে আঙুলের ইনজুরি নিয়েই খেলতে গিয়েছেন এশিয়া কাপ। টুর্নামেন্টে খেলেছেনও দারুণ। তবে শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মানতে হল তাকে। ফিরে এসেছেন দেশে।

দেশে ফিরে প্রচণ্ড হাতে ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিশ্বসেরা এই অল রাউন্ডার। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে জানান পরিস্থিতি ভালো নয়। দ্রুতই সার্জারি করাতে হবে। পুঁজ জমেছে ইনজুরির স্থানে। অবশেষে সার্জারি করানো হয় সাকিবের। সার্জারি শেষে নিজের ফেসবুক পেইজে সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। লিখেছেন—

‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে। আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে।’

সেই সাথে দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে দলে ফেরার আশাও জানিয়েছেন তিনি, ‘আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ…’

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। তারপর বেশ কিছুদিন দলের বাইরে থাকতে হয়েছে তাকে। কিন্তু চোট পুরোপুরি সেরে ওঠার আগেই দলে যোগ দেন এই তারকা।