বড় ব্যবধানে রুপার জয়
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। এরআগেও লেবার পার্টির প্রার্থী হয়ে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।
অ্যাকটনের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জয় মরিসের চেয়ে ১৩ হাজার ৮০৭ ভোট বেশি পেয়েছেন তিনি।
রুপার আসনে প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির জয় মরিসে ছাড়াও লিবারেল ডেমোক্রেটের জন বল।
রুপা এ বছর ভোট পেয়েছেন ৩৩ হাজার ৩৭টি। ২০১৫ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন ২২ হাজার ভোট।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মরিসে পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট, ২০১৫ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন ২১ হাজার ৭২৮ ভোট।
গতকাল অনুষ্ঠিত হওয়ার ব্রিটিশ সাধারণ নির্বাচেনে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় রাত ৩টা পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে- লেবার পার্টি ১২৯ আসনে, কনজারভেটিভ ১০৭, স্কটিশ ন্যাশনালিস্ট ১৭, লিবেরাল ডেমোক্র্যাট ২, প্লাইড কামরি ৩টি আসনে জয় পেয়েছে।
ধারণা করা হচ্ছে এ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন