বড় যুদ্ধের কিনারায় উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংকট উত্তর কোরিয়াকে বড় আকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার তিনি এ আশঙ্কার কথা জানিয়ে বলেন, ‘ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের ওপর যে চাপ প্রয়োগ করছে, তা ভুল নীতি।’ খবর: রয়টার্সের।
আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য চীন সফরে আসবেন পুতিন। সম্মেলনের পূর্বে পুতিন একটি প্রবন্ধ লিখেছেন, যা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এই প্রবন্ধে পুতিন সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করার ওপর জোর দেন।
তিনি লেখেন, আঞ্চলিক এ সংকট নিরসনে সব পক্ষের মধ্যে সরাসরি সংলাপ জরুরি এবং আলোচনায় কোনো ধরনের শর্ত আরোপ না করাই উত্তম।
পুতিনের ভাষ্যে, উস্কানি, চাপ প্রয়োগ ও আক্রমণাত্মক কথাবার্তা পরিস্থিতিকে কখনও ভালো কোথাও নিয়ে যেতে পারে না।
উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, ‘কোরিয়ান পেনিনসুলাতে সংকট এ পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, যেকোনো সময় বড় আকারের সংঘাত বেধে যেতে পারে।’
চলমান এই সংকটে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন তিনি, ‘রাশিয়া মনে করে পিয়ংইয়ংয়ের ওপর শুধু চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার চেষ্টা ভুল এবং নিষ্ফল প্রচেষ্টা।’
মস্কো ও বেইজিংয়ের প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী উত্তর কোরিয়ার চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বড় আকারের যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে বলেও মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন