বয়স্কদের বিদায় করার নির্দেশ বিমানমন্ত্রীর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন খোদ বিমানমন্ত্রী শাহজাহান কামাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেছেন, বিমান থেকে নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট না। অন্যের কথা কী বলব?
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, আমাকে দুজন মন্ত্রী বলেছেন- লাগেজ যদি দ্রুত দিতে পারেন, তাহলে সবাই আপনাদের কথা মনে রাখবে। মরক্কোতে ২০ মিনিটের মধ্যে লাগেজ দিয়েছে। তাহলে আমরা কেন দিতে পারব না। আমাদের কী সমস্যা, কী লাগবে?
বিমানযাত্রীদের লাগেজ পৌঁছাতে দেরির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা কেন হচ্ছে- জানতে চাইলে আগে বলা হয়েছিল মেশিনে সমস্যা রয়েছে। গতকাল (সোমবার) একজন বলল জনবল নেই।
এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে ডেকে দ্রুত এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কিন্তু পরিচালক আমার কাছে দুই মাসের সময় চেয়েছেন।
বিমানমন্ত্রী বলেন, বিমানে অনেক বয়স্ক লোক আছে, যাদের কাজ করার শক্তি-সামর্থ্য নেই। তাদের সম্মানের সঙ্গে বিদায় করে ইয়ং এবং এনার্জেটিকদের নিয়োগ করুন।
তিনি বলেন, বিমান বাংলাদেশ জাতীয় পতাকাবাহী সংস্থা। তার সম্মান, সুনাম ধরে রাখতে সবার কাজ করে যেতে হবে।
আলোচনায় এয়ারলাইন্স কোম্পানির প্রতিনিধিরা তাদের বক্তব্যে এ খাতে নানা সমস্যা তুলে ধরেন। জবাবে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ফারুক খান ছিলেন এই আলোচনায় বিশেষ অতিথি।
সাংবাদিক নাদিরা কিরণের সঞ্চালনায় সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের এমডি মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের এমডি মাসুদ হোসেনও বক্তব্য রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন