বয়স ১৬ বছর, মাসিক আয় ১৫ লক্ষ টাকা!
মাত্র ১৬ বছর বয়সে আমেরিকা যাত্রা? সে তো অনেকেই যায়! তা হলে ভারতের হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা হর্ষিত শর্মার ক্ষেত্রে তা আলাদা করে উল্লেখ করা হচ্ছে কেন?
কারণ, এই বয়সেই গুগলের চাকরি এবং আকর্ষণীয় বেতন নিয়ে আমেরিকা রওনা দিতে চলেছে হর্ষিত। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। আইটি নিয়ে পড়াশোনা করছে। অগস্টেই আমেরিকা রওনা দেবে সে।
১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা থেকে কাকাই তাকে এ ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন। কাকার কাছেই লুকিয়ে প্রথম ডিজাইনিংয়ে হাতেখড়ি। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত।
তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জনও করত। এমনকী, ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে ৭০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।
কিন্তু আর পাঁচ জনের মতো এখানেই থেমে যেতে চায়নি হর্ষিত। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করে। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার গুগলকে পাঠায় হর্ষিত। সেটা দেখেই গুগল তাদের এক স্পেশ্যাল প্রোগ্রামের জন্য হর্ষিতকে বেছে নেয় বলে চণ্ডীগড় নিউজলাইনকে দেওয়া এক সাক্ষাত্কারে হর্ষিত জানিয়েছে।
এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে সে। প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে ঢুকবে ১২ লক্ষ রুপি যা বাংলাদেশ মুদ্রায় প্রায় ১৫২১০০০ টাকা। তবে এই স্পেশ্যাল প্রোগ্রামটি কী নিয়ে তা জানায়নি হর্ষিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন