ভণ্ড গুরুর বিরুদ্ধে সরব বলিউড-ক্রিকেটাররাও
ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের বলিউড এবং দেশটির ক্রিকেটাঙ্গনের সেলিব্রেটিরাও।
গুরুমিতের বিরুদ্ধে আদালত সোমবার সাজার মেয়াদ ঘোষণা করবেন। তাকে গ্রেপ্তারের পর তার অনুগামীরা যেভাবে পাঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব চালিয়েছেন তার নিন্দায় সরব হয়েছে গোটা ভারত। এ ঘটনায় ইতোমধ্যে ৩১ জন নিহত হয়েছেন। ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়া দিল্লি, নয়ডা, গাজিয়াবাদেও উত্তেজনা ছড়িয়েছে। তবে একজন ধর্ষককে কীভাবে কেউ সমর্থন করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছে বলিউডও।
অনুপম খের, টুইঙ্কেল খান্না, ঋষি কাপুর, রবিনা ট্যান্ডন, এষা গুপ্তাসহ অনেকেই টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন।
শুধু বলিউডই নয়, ‘ধর্ষক’ রাম রহিমের বিরুদ্ধে সরব হয়েছেন ক্রিকেটার ও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অভিনব বিন্দ্রাও। তারা সবাই তাদের বক্তব্যে স্বঘোষিত ধর্মগুরু ধর্ষক হরমিত সিং রাম রহিমের বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।
অনুপম খের সুইট করে বলেন, এ ঘটনা হরমিতের অনুসারীদের শিক্ষা হয়েছে। এটা ননসেন্স। সরকারের উচিত এ সব থামাতে যথাযথ পদক্ষেপ নেয়া।
ঋষি কাপুর বলেন, হরমিতের অনুগামীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা।
রাভিনা ট্যান্ডন বলেন, এই সব অদৃষ্টবাদীদের কর্মকাণ্ড লজ্জাজনক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন