ভাত, ভর্তা ও চা খাওয়ার পরেই ১২ জন অচেতন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/ponchogorb-20180316201436.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলার এক পরিবারের নারী ও শিশুসহ ১২ জনকে তাদের বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোতের পাথর ব্যবসায়ী আব্দুল জলিলসহ (৫৫) তার পরিবারের ১২ জনকে উদ্ধার করে পুলিশ। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- আব্দুল জলিলের বড় ছেলে আইনুল ইসলাম (৩২), পরিবারের সদস্য ফেরদৌস (১৮), আঞ্জুমান আক্তার (১৫), শ্যামলী আক্তার (২০), অণিমা আক্তার (৬), অরণ্য (৫), রাসেল (১০), অয়ন (৭), মনির হোসেন (২৫), ময়না আক্তার (৫০) ও আসিয়া খাতুন (২৫)।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, মনে হচ্ছে তারা ঘুমের ঘোরে অচেতন ছিলেন। তবে এখন তারা সবাই শঙ্কামুক্ত আছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে রান্না করা ভাত, ভর্তা, সবজি-তরকারি, পানি ও চা খাওয়ার পর থেকেই বাড়ির একজন করে সদস্য প্রথমে মাথা ঘোরানো, ঝিমুনি এবং তারপরেই অচেতন হতে থাকে। একে একে অচেতন হয়ে পড়েন ১২ জন।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাড়িতে টাকা পয়সা আছে মনে করে কোনো চোর বা খারাপ প্রকৃতির লোক এমনটি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত বিষয়টি কী এবং কীভাবে ঘটেছে- তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন