ভারতজুড়ে প্রচলিত রয়েছে যেসব অদ্ভুত রীতি!
বছরের পর বছর মানুষ তার নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে চায়৷ কিন্তু সেই ঐতিহ্যই অনেক সময় আমাদের চরম্ভাবে নাড়া দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় বদৌলতে তেমনই কিছু ঐতিহ্য, রীতি নীতি রয়েছে যা ইতিমধ্যেই বলা যায় ভাইরাল হয়ে গেছে। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই সম্পর্কে বিস্তারিত-
১) তামিলনাড়ুর মহালক্ষ্মী মন্দিরে ভক্তদের মাথায় পুরোহিতের নারকেল ভাঙার রীতি প্রচলিত৷ এর ফলে নাকি ভক্তরা সুস্বাস্থ্য-সৌভাগ্য লাভ করে৷
২) ব্যাঙের বিয়ে তো অনেকেই দেখেছেন। কিন্তু ভারতের আসাম কর্ণাট, মহারাষ্ট্রের মতো বেশ কিছু জায়গায় গাধা এবং কুকুরের বিয়ে হয়৷ হিন্দু শাস্ত্রমতে এই বিয়ে দিলে গ্রামে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেকের বিশ্বাস৷
৩) ভারতের বেনারসের অঘোরি সাধুরা মৃতদেহের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়৷ শুধু তাই নয়, তারা নাকি মৃতদেহ থেকে মাংসও খায়৷ তাদের বিশ্বাস এর ফলে ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগের রাস্তা আরও মসৃণ হয়৷
৪) ভারতের কর্ণাটকে শিশুদের বালির মধ্যে ঘন্টার পর ঘন্টায় ঢুকিয়ে রাখা হয়, শুধু মাথা বালির ওপরে থাকে৷ তার শারীরিক এবং মানসিক হতাশা দূর করতেই নাকি এই রীতির আশ্রয় নেওয়া হয়৷
৫) ভারতের অন্ধ্রপ্রদেশে দশেরা উৎসবের সময় আরও একটি রীতি মেনে চলা হয়৷ তা হল, ভক্তরা একে অপরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, শিবের অসুর বধের স্মৃতিকে রোমন্থন করার উদ্দেশ্যে৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন