ভারতীয়দের ‘থ্যাঙ্ক ইউ’ বললেন ওয়ার্নার
সেই ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিলেন৷ শীতের শেষ লগ্নে পুণে টেস্ট দিয়ে বিরাট অ্যান্ড কোং এর সঙ্গে লড়াই শুরু৷ চার টেস্টের শেষে এপ্রিলের রোদ গায়ে মেখে আবার টি-টোয়েন্টির লড়াই৷ কমলা জার্সি গায়ে চাপিয়ে আইপিএল মঞ্চ দাপিয়ে বেড়ালেন অজি তারকা ব্যটসম্যান ডেভিড ওয়ার্নার৷
প্রায় চার মাস কাটিয়ে এবার যে ঘরে ফেরার পালা৷ তাই দীর্ঘ এই সফর শেষে পরিবারের পক্ষ থেকে ভারতীয়দের ধন্যবাদ জানালেন ওয়ার্নার৷ বুধবারই এলিমিনেটরে হেরে তাঁর দল হায়দরাবাদ চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে৷ আর এরপরই আবেগ তাড়িত হয়ে অজিদের সহ-অধিনায়ক ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেলন৷
লিখলেন,‘‘ প্রত্যেক ভারতবাসীর কাছে আমি ধন্য৷ অসাধারণ একটা সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ৷ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যাশা মতো ফল করতে না-পারার জন্য৷ কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টাই করেছি৷ বাকি দলগুলোর জন্য শুভেচ্ছা রইল৷ ফ্যানেদের ধারাবাহিক সমর্থন না-থাকলে আমরা এভাবে খেলতে পারতাম না৷’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন