ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল
বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকালে গৌরীপুর পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ময়মমনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা। মিছিলে ‘ভারতের আগ্রাসন, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’ ‘ভারতীয় পণ্য, বয়কট’ ‘বন্যায় যদি মানুষ মরে, সিভেন সিস্টার থাকবে না রে’ সহ বিভিন্ন ধরণের শ্লোগান দেন তারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা যুবদল নেতা মোস্তফা কামাল, সুজন মিয়া, সাদ্দাম হোসেন বোকাইনগরী, হাবিবুল, মিলন মিয়া, আজিজুল হক সাগর, জসিম উদ্দিন জসিম এরশাদ, গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মশিউর রহমান রবিন, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রাজীব প্রমুখ।
মিছিল শেষে তাজুল ইসলাম রাঙ্গা বলেন, ভারত ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ রাখে, আর অসময়ে বাঁধ ছেড়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আমরা ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব চাই না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন