ভারতীয় সামরিক বাহিনীতে ৫০,০০০ সৈন্যের অভাব রয়েছে!
অস্ত্রের অভাবের পর এবার সামনে এল ভারতীয় সেনাবাহিনীতে সেনাদের অভাব। অন্তত ৫০,০০০ সেনা প্রয়োজন বলে জানা গেছে। শুক্রবার ভারতীয় লোকসভায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয় সেনার জেসিও পদে অন্তত ২৫,৪৭২ জনকে প্রয়োজন। এছাড়াও অন্যান্য র্যাংকেও সেনা প্রয়োজন। বর্তমানে সেনাবাহিনীতে ১.৪ মিলিয়ন সেনা রয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় বিমানবাহিনীতে প্রয়োজন ১৩,৩৭৩ সেনা আর নৌবাহিনীতে প্রয়োজন ১৩,৭৮৫ জন। সেনাদের অভাব মেটাতে কেন্দ্রের তরফে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রেনিং-এর সুযোগ বাড়ানো হচ্ছে। স্কুল-কলেজে সেনার আদর্শ বোঝানো হচ্ছে, বিভিন্ন প্রদর্শণী মানুষকে উৎসাহিত করা হচ্ছে। যুব সম্প্রদায়ের মধ্যে সেনাবাহিনীর এই প্রয়োজন বোঝাতে নানা ধরনের প্রচারও করছে সরকার।
উল্লেখ্য কিছুদিন আগেই ক্যাগের রিপোর্টে জানানো হয়, ভারতের কাছে এই মুহূর্তে যা অস্ত্র রয়েছে তা খুবই সীমিত। সীমান্তে যুদ্ধ বাঁধলে অস্ত্রের ঘাটতির জেরে ১০ দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। মোট অস্ত্রশস্ত্রের পরিমাণের মাত্র ২০শতাংশ অস্ত্র দেশে মজুত রয়েছে বলে জানানো হয় সেই রিপোর্টে। একইসঙ্গে সেই রিপোর্টে আরও বলা হয়, মাত্র ২০দিনের ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ করা রয়েছে। যেখানে ৪০দিনের ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ করা অত্যাবশ্যক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন