ভারতের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হচ্ছে ৮০০০ ‘স্পাইডার’ মিসাইল

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার ভারতের সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে যুক্ত হলো মিসাইল ‘স্পাইডার’।

ইতিমধ্যেই এই মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। জানা গেছে, ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ আরও মজবুত করার জন্য বিভিন্ন অত্যাধুনিক হাতিয়ারের মান পরীক্ষা করা হয়।

সূত্র মতে, এই স্পাইডার খুব কম সময়ে আকাশপথে শত্রুর ওপর হামলা করতে সক্ষম। ইজরায়েলি পদ্ধতিতে তৈরি এই মিসাইল। অপেক্ষাকৃত কম উচ্চতায় এর আক্রমনের ক্ষমতা ১৫কিলোমিটার পর্যন্ত। যদিও এটি ‘আকাশ মিসাইল’ থেকে আকারে একটু ছোট। এছাড়া এর আকাশে আক্রমনের ক্ষমতা ২৫কিলোমিটার পর্যন্ত।

সূত্রানুসারে, খুব শীঘ্রই ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুটি বড় চুক্তি হতে চলেছে। তারপর ভারতের কাছে প্রায় ৮০০০ মিসাইল আসতে পারে বলে জানা গেছে।