ভারতের গুজরাতে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ১৯

ভারতের গুজরাতে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার সকালে গুজরাটের ভাবনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আহমেদাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরে বাভালিয়া গ্রামের কাছে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও ৮ জনের মৃত্যু হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন