ভারতের পক্ষে নামছে ইসরাইল
পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ভারতের পক্ষে নামছে ইসরাইল। দেশটি ভারতকে যে কোনো প্রয়োজনে নিঃশর্ত সহায়তার প্রস্তাব দিয়েছে।
সন্ত্রাসবাদসহ বিভিন্ন হুমকি মোকাবেলা ও ভারতকে সুরক্ষার জন্য এ প্রস্তাব দিয়েছে তেল আবিব। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এ প্রস্তাব দেয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া।
ইসরাইল বলেছে, তাদের এই সহায়তার কোনো সীমা নেই। ভারতে নিযুক্ত ইসরায়েইলের নতুন রাষ্ট্রদূত ডা. রন মালকা এসব কথা বলেন।
ডা. রন মালকা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াই করা উচিত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর মূলোৎপাটন করতে হবে। আমরা ভারতকে সহায়তা করছি। তাদের সঙ্গে আমাদের জ্ঞান, কৌশল শেয়ার করছি। কারণ আমরা আসলেই আমাদের প্রকৃত গুরুত্বপূর্ণ বন্ধুকে সহায়তা করতে চাই।’
এই হামলার পর ইসরাইলের সন্ত্রাসবিরোধী অভিযানের মতো পাকিস্তানে অভিযান চালানোর দাবি উঠেছে ভারতে। সুনির্দিষ্ট লক্ষে দ্রুত অভিযান চালানোর জন্য বিশেষ পরিচিতি রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর।
সূত্র: ইকোনোমিক টাইমস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন