ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বাংলাদেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/1_63492_1510662603.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরে মঙ্গলবার বাংলাদেশি যুবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ভারত। আর এ সাফল্যের মাধ্যমে সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কুয়ালালামপুর স্টেডিয়ামে বৃষ্টি কারণে খেলায় ওভার কমিয়ে ৩২ করা হয়। বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে ১৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। ৩২ ওভারে ভারতীয় যুবারা ৮ উইকেটে তোলে ১৮৭ রান।
বিপরীতে বাংলাদেশ ওপেনিং জুটি পিনাক ঘোষ-নাঈম শেখ ৮২ রান করে। মন্দ্বীপ সিংয়ের জোড়া আঘাতে ২৬ রানের মধ্যে ২ উইকেট হারালেও পিনাক এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং আর কোনো বিপদ ঘটতে দেয়নি।
দু’জনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ৮৩ রান যোগ করে ২৪ বল বাকি থাকতেই দলকে এনে দিয়েছে দুর্দান্ত এক জয়। পিনাক ৮১ ও হৃদয় অপরাজিত ছিলেন ৪৮ রানে।
এর আগে নেপালের কাছে ম্যাচে হেরে শঙ্কায় পড়েছিল ভারত। বাংলাদেশের কাছে হেরে প্রথমবারের মতো ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।
১৬ নভেম্বর কুয়ালালামপুরের ওভাল কিনারায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে সর্বশেষ যুব এশিয়া কাপে সেমিফাইনালে শ্রীলংকার কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার এই ধাপটা পেরোতে পারলে ১৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামতে পারবেন সাইফরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন