ভারতের বিহারে তীব্র গরমে দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

পূর্ব ভারতের বিহার রাজ্যে তীব্র গরমে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে তাপজনিত নানা কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার বিহার রাজ্যের ঔরঙ্গাবাদ জেলা হাসপাতালে ওই ১৬ জনের মৃত্যু হয়। এদিন এ জেলায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিলো বিহারের সর্বোচ্চ তাপমাত্রা।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, তাপজনিত নানা কারণে অসুস্থ হয়ে এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৫ জন। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও বরফের প্যাক রয়েছে এবং আরও ‘কুলারের’ ব্যবস্থা করা হয়েছে।

এদিকে একইদিনে তাপজনিত কারণে রাজ্যের শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে অন্তত ১৬ জন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এসময় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় তাদের টু-হুইলার এবং ই-রিকশায় করে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ।

ভারতের আবহাওয়া বিভাগ এ রাজ্যে আগামী দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

বিহারে রাজ্যে অনেক দিন ধরেই তাপপ্রবাহ চলছে। বুধবার রাজ্য সরকার সব বেসরকারি এবং সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।