ভারতের রাজ্যগুলোকে নিজেদের টিকা আমদানি করতে হবে
ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাস টিকার অভাব চরমে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার করোনা টিকা আমদানি করবে না বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে করোনা টিকা আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। এই টিকা আমদানির বিষয়টি রাজ্যগুলির মধ্যে সংঘাত তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, এই আবহে অন্তত ৯টি রাজ্য জানিয়েছে যে তারা টিকা আমদানি করতে চায়। তবে
ইতিমধ্যে টিকার আকাল মেটাতে কর্ণাটক, উত্তরাখণ্ড, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশা ঘোষণা করে জানিয়েছে যে তারা করোনা টিকা আমদানি করার পরিকল্পনা করছে।
বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় লেখেন, ‘ভারতীয় রাজ্যগুলিকে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় রাজ্যগুলিকে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এরপর উত্তরপ্রদেশ লড়বে মহারাষ্ট্রের বিরুদ্ধে, মহারাষ্ট্র লড়বে ওড়িশার বিরুদ্ধে, ওড়িশা দিল্লির বিরুদ্ধে লড়বে। এখানে ‘ভারত’ কোথায়? এটা ভারতের ভাবমূর্তি নষ্ট করবে। ভারতের ঐক্যবদ্ধ দেশ হিসেবে টিকা আমদানি করা উচিত।’
অরবিন্দ কেজরিওয়াল আরও লেখেন, ‘এছাড়া আমরা যদি আলাদা রাজ্য হিসেবে করোনা উৎপাদনকারী সংস্থার কাছে টিকা কেনার প্রস্তাব না রেখে ‘ভারত’ হিসেবে তা করি, তাহলে আমাদের দরাদরির ক্ষমতা অনেক বেড়ে যাবে। ভারতীয় সরকারের অন্য দেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কূটনৈতিক হস্তক্ষেপের পরিধি রয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন