ভারতের রাষ্ট্রপতি প্রার্থী চা বিক্রেতা!
ভারতের রাষ্ট্রপতি পদে লড়াই করতে চলেছেন আনন্দ সিং কুশওয়াহা নামে ভারতের মধ্যপ্রদেশের এক চা বিক্রেতা। এটাই প্রথমবার নয়, এ নিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। এ পর্যন্ত ৩০ বার ভোটে হারলেও থমকে যাননি তিনি।
ভারতের গোয়ালিয়রের এই চা বিক্রেতা ১৯৯৪ সাল থেকে ভোটে লড়ে চলেছেন। এর আগে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করেছেন তিনি। আনন্দ সিং কুশওয়াহা জানিয়েছেন, তিনি নিয়মিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখেন। এবার তিনি আশা করছেন যে অনেক ভোট পাবেন।
আনন্দ সিং জানান, ২০১৩-র অ্যাসেম্বলি ইলেকশনে কুশওয়াহা ৩৭৬ টি ভোট পান। ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় তিনি নিজের ১০ হাজার টাকার সম্পত্তি ও ৫ হাজার টাকা নগদ ঘোষণা করেন। গাড়ি কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি।
নির্বাচনের সময় তার স্ত্রী চায়ের দোকান চালান বলেও জানান রাষ্ট্রপতি প্রার্থী আনন্দ সিং কুশওয়াহা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন