ভারতের ৫ ক্রিকেটারের ব্যাগ থেকে মদের বোতল উদ্ধার
ভারতের ৫ জন ক্রিকেটারের ব্যাগ থেকে ২৭টি মদের বোতল ও ২টি বিয়ারের বাক্স উদ্ধার করেছে চণ্ডীগড় বিমান কর্তৃপক্ষ।
চণ্ডীগড় থেকে সি কে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোটে ফিরছিল সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দল। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
অভিযুক্ত একজন ক্রিকেটারের বাবা অভিযোগ করেছেন, কিছু ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার জন্য এমন ঘটনা সাজানো হয়েছে।
তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যমে যেভাবে ঘটনাটি তুলে ধরা হচ্ছে, তাতে আমাকেই দোষী দেখানো হচ্ছে। আসলে এটি আমার ছেলে ও অন্য চারজন ক্রিকেটারকে দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র, যেন অন্য কয়েকজন ক্রিকেটার দলে জায়গা পেতে পারে।’
গত ২৫ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে জিতে ফিরছিলেন সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা। এরপরই এমন ঘটনা ঘটে।
সৌরাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েশন এ প্রসঙ্গে বলেছে, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। সৌরাষ্ট্র ক্রিকেটে কমিটির নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল পুরো বিষয় গভীরভাবে খতিয়ে দেখবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন