ভারতে কমেছে খুচরা মূল্যস্ফীতি

বিশ্বজুড়ে যখন লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি, তখন সরকারের গৃহীত পদক্ষেপে ভারতে তা কমতে শুরু করেছে। গত জুলাই মাসে দেশটিতে খুচরা মূল্যস্ফীতি কমেছে ৬.৭১ শতাংশ, যা মার্চের পর থেকে সর্বনিম্ন।

মার্চ মাসে দেশটিতে খুচরা মূল্যস্ফীতি বাড়তে বাড়তে আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল।

জুন মাসে মূল্যস্ফীতি টানা তৃতীয় মাসের মতো ৭ শতাংশের উপরে ছিল, এক বছর আগে একই সময়ে এ হার ছিল ৭.০১%।
তবে টানা সাত মাস ধরে খুচরা মূল্যস্ফীতি কমার বার্ষিক হার দেশটির রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রার সর্বোচ্চ সীমার বেশি।

গত মাসে খাদ্যপণ্যের দাম কমিয়ে আনায় ও জ্বালানির দাম কমায় খুচরা মূল্যস্ফীতির ক্রমবর্ধমান হারে কিছুটা লাগাম টেনে ধরা সম্ভব হয়েছে।

বিশ্বব্যাপী পণ্যের দাম কমা, রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম প্রথম ৯ শতাংশ কমে ১০০ ডলারের নিচে নেমে আসার প্রভাব এ হার কমাতে ভূমিকা রেখছে।

আমদানি শুল্ক কমাতে ভারত সরকারের হস্তক্ষেপ এবং গম রফতানিতে নিষেধাজ্ঞাও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে তারপরও সামনের মাসগুলোতে ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স