ভারতে গরু রক্ষার নামে ফের তুলকালাম

গরু রক্ষার নামে তাণ্ডব চালিয়েছে ভারতের একটি কট্টরপন্থী সংগঠন। সম্প্রতি একটি রেল স্টেশনেস্টেশনে তাণ্ডব চালাল কট্টরপন্থী সংগঠনটি৷

ডেয়ারি ফার্মের জন্য গরু নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়েছে৷ ঘটনা ভারতের ভুবনেশ্বর স্টেশনের৷ অভিযোগ এই হামলা চালিয়েছে বজরঙ দল৷ কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে আগেও গো রক্ষার নামে নিরীহদের মারধর করার অভিযোগ উঠেছে৷

জানা গিয়েছে, বজরঙ দলের হাতে আক্রান্ত রমেশ শাহ ও বিমল কুমার উত্তর প্রদেশের নয়ডায় একটি ডেয়ারি ফার্মে কাজ করেন৷ সেই ডেয়ারির জন্য গরু কিনতে তাঁরা ওডিশা এসেছিলেন৷ ফেরার পথে ২০টি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তখনই তাদের উপর হামলা চালায় কট্টরপন্থী সংগঠনটি৷

বজরঙ দলের অভিযোগ, হত্যার জন্য ট্রেনে করে বেশকিছু গরু নিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি৷ যাত্রীদের অভিযোগ, ওই দুই ব্যক্তিকে স্টেশনে নামিয়ে গণপ্রহার করা হয়৷

পরিস্থিতি সামাল দিতে যান রেলকর্মী ও রক্ষীরা৷ তাদের ওপরেও চড়াও হয় বজরঙ কর্মীরা৷ আক্রান্ত দুই ব্যক্তির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে৷ হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷