ভারতে ট্রেনে মুহুর্মুহু গ্রেনেড হামলা, বহু আহত

ভারতের গুয়াহাটিতে ইন্টারসিটি ট্রেনে মুহুর্মুহু গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষ আহত হয়েছে, তবে হতাহতের সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গুয়াহাটির উদালগুড়ি এলাকা দিয়ে যখন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস নামক ট্রেনটি যাচ্ছিল তখন এর কয়েকটি বগি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়।
তাৎক্ষণিকভাবে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ হামলার সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (আই) জড়িত বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















