ভারতে নাশকতার পরিকল্পনায় বাংলাদেশের এবিটি
বাংলাদেশের ইসলামিকপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম বা এবিটি ভারতের বিভিন্ন শহরে নাশকতার ছক কষছে। ভারতের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম বুধবার এমন খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মহারাষ্ট্রে ৫জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
তাদের জিজ্ঞাসাবাদ করে আনসারুল্লা বাংলা টিম’এর এই হামলার পরিকল্পনার কথা জানতে পারে গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রতিবেদনে বলা হয়, এর আগেও বুদ্ধ গয়া থেকে আনসারুল্লা বাংলা টিম’এর ৭ সদস্যকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেসময়েও তাদের জিজ্ঞাসাবাদ করে ভারতের গুরুত্বপূর্ণ শহরে নাশকতার পরিকল্পনার কথা জানা গিয়েছিল।
ভিাভার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লা বাংলা টিম এরই মধ্যে মহারাষ্ট্রের পুনে এবং অম্বরনাথে ঘাঁটি গেড়েছে বলে গোয়েন্দা তথ্য বলছে। জঙ্গি সংগঠনটি নাকি মহারাষ্ট্র থেকেই ভারতের অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করেছে।
সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার শাখা বলে পরিচিত এবিটিকে ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ। ২০০৭ সালে গড়ে ওঠে এই জঙ্গি সংগঠনটি অত্যন্ত গোপনে দল পরিচালনা করে আসছে। এদের অর্থ, তথ্য প্রযুক্তি, অপরেশনস এবং পরিবহনের জন্য আলাদা আলাদা বিভাগও রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন