ভারতে পাচারকালে সাতক্ষীরার কেড়াগাছী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৪পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে স্বর্ণ জব্দ ও আটকের ঘটনা ঘটে।
আটক জাহাঙ্গীর হোসেন (২৮) কলারোয়া উপজেলার কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ—অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিভ্যান জব্দ করে ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬শ’ ৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন