ভারতে প্রকাশ্যে মেয়েশিশুকে হেনস্তা, ধরা পড়ল ক্যামেরায়
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি শহরে ১০ বছর বয়সী এক মেয়েশিশুকে প্রকাশ্যে যৌন হেনস্তা করেছে এক যুবক।
স্থানীয় সময় রোববার শহরের সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত শিবপুরি। হেনস্তার ঘটনায় ওই যুবক ও এক প্রত্যক্ষদর্শীকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা একটি ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। সেখানে দেখা যায়, এক যুবক ওই কিশোরীকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। এর পর কথা বলতে বলতে একপর্যায়ে তার শরীরে হাত দেয়। তখন কিশোরীটি পিছিয়ে গেলে ওই ব্যক্তি তাকে জাপটে ধরে। পরে কিশোরীটি নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনা চলাকালে আরো এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়। কিন্তু সে ওই কিশোরীর সাহায্যে এগিয়ে না গিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ভিডিও দেখে ওই দুজনকেই শনাক্ত করে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের কর্মকর্তা কামাল মাউরা জানান, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মধ্যপ্রদেশকে নারী ও শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ রাজ্য হিসেবে ধরা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন