ভারতে ফের ১০ স্থানে মুসলিমদের নামাজে বাধা
ফের খোলাস্থানে নামাজ পড়াতে বাধা প্রদান করা হল ভারতের গুরুগ্রামে৷ গতকাল শুক্রবার ১০ টি স্থানে খোলা জায়গায় মুসলিমদের নামাজ পাঠে বাধা দেওয়ার খবর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
খবর অনুযায়ী, গুরুগ্রাম এবং তার চারপাশের মোট ১০ টি স্থানে এই ঘটনা ঘটে৷ দুই সপ্তাহ আগেই গুরুগ্রামে সেক্টর ৫৩-তে খোলাস্থানে নামাজ পড়াতে বাধা দেয় হিন্দু গ্রামবাসীরা৷ প্রতি শুক্রবার প্রায় ৭০০ মুসলিম এই স্থানে নামাজ পড়ে৷
নেহেরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি চ্যারিটেবল ট্রাস্টের প্রধান ওয়াজিদ খান জানান, বৃহস্পতিবার পুলিশ প্রধানের সঙ্গে হওয়া মিটিংয়ে স্থির হয় তিন স্থানে মুসলিমরা নমাজ পড়বে৷ এই স্থানগুলি হল, সেক্টর ৫৩ প্লট, সিকন্দরপুর এবং অতুল কাটারিয়া চৌক৷ এই সব স্থানে নামাজ পড়ার কারণে যানজটের অভিযোগ ছিল৷
এদিকে, হিন্দু সংগঠনের সদস্যরা সাইবার পার্কের কাছে ৩ স্থানে মুসলিমদের নামাজ পড়াতে বাধা দেন, সেখানে পুলিশও মোতায়েন করা হয় বলে জানা যায়৷ গুরুগ্রামের পুলিশের পিআরও রবীন্দর কুমার জানান, সব থানাতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিশেষ বিশেষ স্থানগুলিতে পুলিশ মোতায়েন করে রাখা হয়৷ তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি৷
অন্যদিকে, গুরুগ্রামের ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং জানান, সব স্থানে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়েছে৷ পাশাপাশি তিনি আরও জানান, নমাজে যদি কেউ বাধা দিতে চায়, সেই প্রচেষ্টাকে রুখবে প্রশাসন৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন