ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২৯
ভারতের আগ্রায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোরের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় গণমাধ্যম জানায়, বাসটি লক্ষৌ থেকে দিল্লি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে। ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন