ভারতে রাজ্যসভায় ডাক পড়ল চার বিশিষ্ট নাগরিকের, আছেন হর্ষ বর্ধন শ্রিংলাও

ভারতে মন্ত্রিপরিষদের সুপারিশে প্রেসিডেন্ট মুর্মু তাদের রাজ্যসভায় ৪ জন ‘বিশিষ্ট ব্যক্তিকে’ মনোনীত করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরালের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৮০ (১) (ক)–এর অধীনে সংসদের উচ্চকক্ষে ১২ জন সদস্য মনোনীত করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে প্রেসিডেন্টের ভবন থেকে জানানো হয়, দ্রৌপদী মুর্মু দেশের চার জন বিশিষ্ট নাগরিককে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন।
এদিকে, সদস্যদের মনোনীত করার পরপরই এক্স-এ একাধিক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চার জনকে ‘সংসদীয় ভূমিকায় সাফল্য কামনা’ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তাদের উপস্থিতি রাজ্যসভায় মূল্যবান দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।
আনন্দবাজার লিখেছে, প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দীর্ঘদিন কূটনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করার পর অবশেষে সংসদে প্রবেশ করতে চলেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনাও ছিল তার। প্রায় দুই বছর তিনি ওই এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত দার্জিলিং জেলা বিজেপি ও রাজ্য বিজেপির একটি বড় অংশের চাপের ফলে রাজু বিস্তাকেই ফের প্রার্থী করে বিজেপি।
প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছরের ব্যবধানে প্রেসিডেন্টের তরফ থেকে তাকে রাজ্যসভায় মনোনীত করা হলো।
প্রশাসনিক সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, নরেন্দ্র মোদির আমলে আমলামহলে যারা উল্লেখযোগ্য কাজ করেছেন, তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে শ্রিংলাকে। রাজনীতিবিদদের মতে, দার্জিলিং লোকসভায় তাকে প্রার্থী করতে না পারায় এ বার ঘুরপথে তাকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন