ভারতে সোয়াইন ফ্লুতে ৪০ জনের মৃত্যু
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে চলতি বছরে সোয়াইন ফ্লুতে এখন পর্যন্ত ৪০ জন মারা গেছেন। এছাড়াও একহাজার ভারতীয় এতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে একহাজার ১০০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।
শুক্রবার রাজস্থানের স্বাস্থ্য বিভাগ জানায়, পহেলা জানুয়ারি থেকে ১৭ তারিখ পর্যন্ত সবমিলিয়ে ৪০ জন মারা গেছেন। এছাড়াও ১০৩৬ জনের শরীরে এ ভাইরাস আক্রান্ত হওয়ার পজিটিভ ধরা পড়েছে।
সবচেয়ে বেশি মারা গেছেন রাজস্থানের যোধপুরে। সেখানে ১৬ জনের মৃত্যু ও ২২৫ জনের শরীরে এ ভাইরাস সংক্রমিত হয়েছে বলে খবরে জানা গেছে।
এছাড়াও নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮টি আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।
শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।
রাজস্থানের কর্তৃপক্ষ চিকিৎসকদের বলেছে, ছুটিতে যাওয়ার আগে তাদের অবশ্যই অনুমতি নিতে হবে। দুয়ারে দুয়ারে গিয়ে সংক্রমিত রোগীদের শনাক্ত করতেও পরিকল্পনার কথা জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন