ভারতে ৭ বাংলাদেশি আটক
অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের অভিযোগে সাত জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির উত্তর চব্বিশ পরগনার পুলিশ। গতকাল (শুক্রবার) রাতে জেলার স্বরূপনগর থানার বিথারী সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
দেশচির পুলিশ সূত্র জানায়, রাতে টহল দেয়ার সময় পুলিশ লক্ষ্য করে বিথারী এলাকায় বেশ কয়েকজন অপ্রস্তুতভাবে ঘোরাঘুরি করছে। সন্দেহ হওয়ায় ওই সাত জনকে আটক করে স্বরূপনগর থানায় নিয়ে যায় পুলিশ।
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা সবাই বাংলাদেশি। শুক্রবার রাতে তারা অবৈধভাবে বিএসএফ-এর নজর এড়িয়ে ভারতে ঢুকে পড়েছিল। এরপর তাদেরকে গ্রেফতার করে পুলিশ। আটকদের আজ (শনিবার) বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন