ভারত-চীন সীমান্তে তৈরি করা হচ্ছে ৭৩টি রাস্তা
ভারত-চীন সীমান্তের কাছে তৈরি করা হচ্ছে ৭৩টি রাস্তা। এর মধ্যে ২৭টি রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে বাকিগুলিও সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুক্রবার এমনটাই জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে।
এদিন লোকসভায় এক লিখিত জবাবে তিনি জানান, ২০২২-এর ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পূর্ণ হবে। জঙ্গল এলাকা, বন্যপ্রাণী থাকার জন্য এই কাজে একটু বেশি সময় লাগছে। এছাড়া এলাকাটি দুর্গম হওয়ায় ও আবহাওয়ার জন্য কাজের সময় সীমিত। পাশাপাশি, হড়পা বানের আশঙ্কা থাকে। এছাড়া ভারত-চীন সীমান্তে চারটি রেললাইন তৈরির অনুমোদন মিলেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
চীন সীমান্ত লাগোয়া অঞ্চলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেই এমন ৭৩টি রাস্তা তৈরি করছে কেন্দ্র। এর মধ্যে ৪৬টি তৈরি করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ২৭টি তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন