ভারত থেকে দেশে এলো আরও ৫২ টন আলু
দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ৫২ টন ৯৮০ কেজি আলু নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে ভারতীয় ট্রাক। এ খবরে জেলার বাজারে কেজিতে আলুর দাম কমেছে ৮-১০ টাকা।
আলুর আমদানিকারক মো. মেসবাউল বলেন, ‘ভারত থেকে প্রথমবারের মতো এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। এতে দেশে আলুর দাম কমবে। আশা করছি আমরা লাভবান হবো।’
দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের
সানোয়ার নামের স্থলবন্দরের একজন শ্রমিক বলেন, ‘বন্দরে আজই প্রথম আলু আমদানি হয়েছে। এরআগে কোনোদিন আলু লোড-আনলোড করিনি। তাই কিছু আলু কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।’
দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার।
সরকারের এ অনুমোদনের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকতা ইউনুস আলী বলেন, এখন পর্যন্ত দুটি ট্রাকে ৫২ টন ৯৮০ কেজি আলু বন্দরে প্রবেশ করেছে। আলু আমদানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ছাড়পত্র দেওয়া হচ্ছে। এমনকি শুক্র ও শনিবারও ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি রেখেছি আমরা।
এরআগে দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আমদানি করা হয় আলু। চার গাড়িতে ১১০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন