ভারত সন্ত্রাসবাদের মা, দাবি পাকিস্তানের
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে সন্ত্রাসবাদের মা হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোদী। শনিবার জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেয়া এক ভাষণের জবাবে তিনি এ কথা বলেছেন। দ্য স্টেট রান রেডিও সার্ভিসের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে লোদী বলেন, ভারতের রাষ্টীয় নীতি হলো সন্ত্রাসবাদে মদদ দেয়া। ভারত পাকিস্তানের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন সুষমা ইসলামাবাদের কঠোর সমালোনা করে পাকিস্তানকে সন্ত্রাসের ফেক্টরি বলে উল্লেখ করেন। এর জবাবেই পাক প্রতিনিধি এসব কথা বলেন। এসময় লোদী কাশ্মির সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেন। ভারত কাশ্মিরে ভয়াভহ হত্যাযজ্ঞ চালিয়ে কমপক্ষে ১০ হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিপজ্জনক বিবাদ এড়াতে চাইলে ভারতের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক মহলকে আরো সোচ্ছার হতে হবে ।”
জাতিসংঘে সুষমা স্বরাজ বলেছিলেন, ভারত আইআইএম, আইআইটি তৈরি করছে। অন্যদিকে পাকিস্তান লস্কর-ই-তৈইওবা, হিজবুল মুজাহিদীন ও হক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী দল তৈরি করেছে।
তার পাল্টা জবাবে লোদী বলেন, “ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেলুচিস্তানে অশান্তি জিইয়ে রাখতে মদত দিচ্ছে । ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ নয়, বরং ভণ্ড দেশ। সে দেশে ফ্যাসিস্ট সরকার চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন