‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শপথ পড়াতে পারবেন’
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি- ‘বিচারপতিদের শপথ’ পড়াতে পারবেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি নিয়োগও দিয়েছেন, শপথও পড়িয়েছেন।
বৃহস্পতিবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারপতিদের নিয়োগ এবং শপথ পড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে- একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতির ‘অনুরূপ’ দায়িত্ব পালন করতে পারবেন। ‘অনুরূপ’ বলতে একজন প্রধান বিচারপতি যা করতে পারতেন, তাই তিনি করতে পারবেন।
সম্প্রতি প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও শপথবাক্য পাঠা করানো বিষয়ে কী সিদ্ধান্ত আসবে তা নিয়ে আলোচনা চলছিল। এসবের মধ্যেই আজ আইনমন্ত্রী এ মন্তব্য করলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন