ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন মোদী

মণিপুরের ইমফলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের জাতিগত সহিংসতার পর এই প্রথমবারের মতো তিনি রাজ্যটিতে গেলেন।
২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। এই সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, যাদের এখনো অস্থায়ী ত্রাণশিবিরে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল পাহাড়ি অঞ্চলের চুরাচাঁদপুর শহরের পিস গ্রাউন্ড। পরবর্তী গন্তব্য ইমফলের ঐতিহাসিক কাংলা ফোর্ট।
আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীকে জানানো হয় যে হেলিকপ্টারে চুরাচাঁদপুর যাওয়া সম্ভব নয়। নির্ধারিত সমাবেশস্থলে সড়কপথে যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি সড়কপথেই চুরাচাঁদপুর যাবেন, সময় যতোই লাগুক না কেন। এবং তিনি তাই করেছেন।
সূত্র: এনডিটিভি

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন