ভালোবাসা সব আক্ষেপ ভুলিয়ে দিয়েছে : ঝুলন
আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই প্রতিদিন ভিড় ঠেলে সুদূর কলকাতায় আসতে হত তাঁকে৷ পার্থক্য একটাই, এই মেয়েটির লক্ষ্য বাকিদের থেকে আলাদা ছিল৷ যা তাঁকে পরবর্তী জীবনেও বাইশ গজে নতুন পরিচয় দিয়েছে৷ নিত্যদিনের ভিড়ের মাঝেও যিনি নিজেকে চিনিয়ে দিলেন, তিনি ঝুলন গোস্বামী৷ লক্ষ্যে অবিচল থাকাই যাঁর মূলমন্ত্র৷ লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলে আসা ‘চাকদা এক্সপ্রেস’ কলকাতা ২৪x৭-এর প্রতিনিধি শিউলি দত্ত ঘোষকে জানালেন সেই সব কথা৷
প্র: আপনার চোখে আগের বিশ্বকাপের সঙ্গে এবারের পার্থক্য কোথায়?
ঝুলন: এবারের বিশ্বকাপে সরাসরি সম্প্রচার সবথেকে বড় প্লাস পয়েন্ট৷ প্রায় প্রত্যেক ম্যাচ দেখতে দেখতে মানুষের আগ্রহ বেড়েছে৷ আর সেমিফাইনালে অষ্ট্রেলিয়াকে হারানোয় সমর্থকদের প্রত্যাশা বেড়েছিল৷ আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছিল৷ তবে ফাইনালে হারার পরেও যে অভ্যর্থনা আমরা পেয়েছি তা একথায় unbelievable. পার্থক্য বোধহয় এখানেই৷ একটা দল ফাইনালে পৌঁছে হেরে গিয়েও এই উষ্ণতা পেল৷ এটাই ভারতের ক্রীড়াপ্রেমীদের বৈশিষ্ট্য৷
প্র: আপনার চোখে আগের বিশ্বকাপের সঙ্গে এবারের পার্থক্য কোথায়?
ঝুলন: এবারের বিশ্বকাপে সরাসরি সম্প্রচার সবথেকে বড় প্লাস পয়েন্ট৷ প্রায় প্রত্যেক ম্যাচ দেখতে দেখতে মানুষের আগ্রহ বেড়েছে৷ আর সেমিফাইনালে অষ্ট্রেলিয়াকে হারানোয় সমর্থকদের প্রত্যাশা বেড়েছিল৷ আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছিল৷ তবে ফাইনালে হারার পরেও যে অভ্যর্থনা আমরা পেয়েছি তা একথায় unbelievable. পার্থক্য বোধহয় এখানেই৷ একটা দল ফাইনালে পৌঁছে হেরে গিয়েও এই উষ্ণতা পেল৷ এটাই ভারতের ক্রীড়াপ্রেমীদের বৈশিষ্ট্য৷
প্র: ফাইনালে যখন আপনি ব্যাট করতে নামলেন তখনও তো ম্যাচ হাতের বাইরে যায়নি!
ঝুলন: জানি না কি হল! এত কাছে এসেও কাপ হাতছাড়া হওয়ায় আক্ষেপ৷ তবে এই চ্যাপ্টারটা মনে রাখতে চাই না৷ অভিজ্ঞতার অভাবের থেকেও বড় হল আমরা চাপের মুখে টেম্পারমেন্ট ধরে রাখতে পারিনি৷ ফল যা হওয়ার তাই হয়েছে।
প্র: ম্যাচ যখন হাতের বাইরে চলে যাচ্ছে, সে সময় মাঠের ধারে বসে থাকা সতীর্থদের অনুভূতি ঠিক কেমন ছিল?
ঝুলন: অগণিত দর্শকদের মত আমরাও জিততেই চেয়েছি, কিন্তু পারিনি৷ আসলে মাঠে নেমে খেলার উত্তেজনা অন্যরকম হয়। হারতে কার ভালো লাগে! কিন্তু ব্যর্থতা পিছনে ফেলে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে হয়৷প্র: একজন মেয়ে হয়ে আজকের এই জায়গায় পৌঁছনো৷ কেমন ছিল সেই জার্নি?
ঝুলন: প্রথম দিকে একেবারেই সহজ ছিল না৷ চিন্তাভাবনা ছিল না যে, ক্রিকেট নিয়ে কেরিয়ার গড়ব৷ সেই চাকদা থেকে কলকাতায় আসতে হত প্রতিদিন লোকাল ট্রেনে করে৷ খেলাটাকে ভালোবাসতাম, তাই কঠিন পরিশ্রম কখনই গায়ে লাগেনি। ধীরে ধীরে সাফল্য ধরা দিল৷ আর পিছনে ফিরতে হয়নি৷
প্র: আপনার অনুপ্রেরণা কে?
ঝুলন: আমার মা৷ প্রায় প্রতি বাঙালির ঘরের মা যেমনভাবে সবার মনে থাকেন আদর্শ হয়ে৷ আমার জন্য মা অনেক কিছু ত্যাগ করেছেন৷ সময়মত শাসন আবার প্রয়োজনমত আদর করেছেন এবং ভালো কাজে উৎসাহ দিয়েছেন৷ এই নিয়েই আমার মা৷ এককথায় মায়ের জন্যই আজ আমি এতটা পথ চলতে পেরেছি৷
প্র: আপনি যখন শুরু করেছিলেন তখন আর এখনের মধ্যে মেয়েদের খেলাধূলো আসার পার্থক্য কোথায়?
ঝুলন: অনেকটাই তফাত৷ শেষ চার বছরে প্রায় সব খেলায় ভারতীয় মেয়েরা অসামান্য সাফল্য পেয়েছে৷ সানিয়া থেকে সাইনা৷ মেরি কম থেকে দীপা৷ সবাই নিজের সেরাটা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে৷ এর ফলে সব খেলাধূলোর প্রশাসনিক স্তরেও অনেক সক্রিয়তা এসেছে৷ অনেক পেশাদারিত্ব এসেছে৷ শেষ কয়েক বছরে মেয়েদের এই সাফল্য নতুনদের আরও বেশি খেলাধূলোয় আগ্রহ বাড়াতে সাহায্য করেছে৷
প্র: বিশ্বরেকর্ডের পর আপনার অনুভূতি কেমন ছিল?
ঝুলন: রেকর্ড কোনও না কোনও দিন তৈরি হয় আবার ভাঙবে৷ তবে সেই কৃতিত্ব যদি নিজে ছোঁওয়া যায় সেটা বোধহয় আলাদা আনন্দ৷ আমিও তার বাইরে নয়৷ তারপর যখন চারিদিক থেকে অভিনন্দন পেতে থাকলাম, মনে হল ক্রিকেট খেলোয়াড় হতে পারায় জীবন সার্থক৷ যে দেশে ক্রিকেট খেলা অলিখিত জাতীয় খেলার মর্যাদা পায়, সেই দেশের ক্রিকেটার হতে পেরে আমি ধন্য৷
প্র: এত খ্যাতির পরেও এমন কিছু কি রয়েছে, যা আবার ফিরে পেতে চান?
ঝুলন: চাকদার সেই হারিয়ে যাওয়া দিনগুলো৷ তখনও আমি খেলতাম,কখনও দাদাদের সঙ্গে, সেই খেলাতে ছিল শুধুই আনন্দ৷ ছিল না কোনও টেনসন কোনও প্রত্যাশার চাপ৷ তাই সেই দিনগুলো আমি খুবই মিস করি৷ হারিয়ে যাওয়া ছেলেবেলা মনে হয় সবার জন্যই আলাদা অনুভূতি আনে৷
প্র: ভবিষ্যৎ নিয়ে কোনও পরিকল্পনা ?
ঝুলন: অন্য কিছুই ভাবছি না৷ শুধুই খেলে যেতে চাই৷ যতদিন খেলে আনন্দ পাব ক্রিকেট খেলে যাব৷
প্র: পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কি মেসেজ দিতে চান?
ঝুলন: শুধু খেলোয়াড় নয় জীবনের যে কোনও দিকে সাফল্য পেতে গেলে প্যাশন এবং পজিটিভ চিন্তা থাকাটা জরুরি৷ অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট ইজ হার্ডওয়ার্ক৷ কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই৷
জীবনের যে কোনো ক্ষেত্রেই সাফল্যের পথ মসৃণ হয় না৷ আরও কঠিন সাফল্য ধরে রাখা৷ সবাই সেটা পারে না৷ তাই সবার পক্ষে শীর্ষে পৌঁছনোও সম্ভব হয় না৷ যাঁরা পারেন তাঁরা হয়ে ওঠেন সচিন, সৌরভ, রাহুল৷ মেয়েদের ভিতর থেকেও যাঁরা পারছেন তারাই হয়ে উঠেছেন সাইনা, সিন্ধু, সানিয়া, দীপা ও ঝুলন৷ এরাই যে পরবর্তী প্রজন্মের রোল মডেল৷-কলকাতা২৪।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন