ভালোবাসার মাস এটা, জানান দিচ্ছে বলিউড
বলিউডের জন্য এটা ভালোবাসার মাস। গতকাল আমরা দেখেছি আনুশকা শর্মা আর সোনম কাপুরকে, দারুণ আবেগপ্রবণ উপস্থিতি ছিল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর আজ সকালে দেখলাম রিতেশ দেশমুখ আর জেনেলিয়াকে। আজ তাঁরা নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। আর তারই একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
এই জুটির দেখা হয় আজ থেকে ১৫ বছর আগে, ‘তুঝে মেরি কসম’ ছবির সেটে। তারপর প্রেম, অবশেষে পাঁচ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
রিতেশের প্রতি তাঁর টান আর ভালোবাসা এবং আনন্দের কথা বলতে গিয়ে জেনেলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, জীবনটা ঈশ্বরপ্রদত্ত এক রূপকথার মতো। এটাই আমাদের জীবনের গল্প। হ্যাপি অ্যানিভার্সারি, সেই মানুষটার জন্য- প্রতিবার আমি যার প্রেমে পড়ি। ভালোবাসা, রিতেশ।
এই আবেগঘন পোস্টের পর রিতেশ দেশমুখ আরেকটি ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আর লেখেন, আমার বন্ধু, সঙ্গী এবং আমার সবকিছু যে, তার প্রতি। হ্যাপি অ্যানিভার্সারি, জীবন সুন্দর, কেননা তুমি এটিতে আছ।
সূত্র : এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন